ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মানিকগঞ্জে হাসপাতালে বেড়েছে ডায়রিয়া রোগী, অধিকাংশ শিশু

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ১২ জানুয়ারি ২০২২   আপডেট: ১২:২৫, ১২ জানুয়ারি ২০২২
মানিকগঞ্জে হাসপাতালে বেড়েছে ডায়রিয়া রোগী, অধিকাংশ শিশু

মানিকগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। তাদের মধ্যে শিশুদের সংখ্যা বেশি। হাসপাতালে বেডের চেয়ে রোগীর সংখ্যা কয়েক গুণ বেশি হওয়ায় স্বাভাবিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডায়রিয়া ইউনিটে গত বছরের সেপ্টেম্বর মাসে ১৭১ জন ও অক্টোবর মাসে ২১৮ রোগী ভর্তি ছিলো। তবে শীতের প্রথম থেকেই এ ইউনিটে রোগী সংখ্যা বাড়তে থাকে। ডায়রিয়া আক্রান্ত হয়ে নভেম্বর মাসে ২৫১ জন ও ডিসেম্বর মাসে ২৮১ জন রোগী ভর্তি হন। তবে নতুন বছরের শুরু থেকেই রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। জানুয়ারি মাসের প্রথম দুই সপ্তাহে ১০ শষ্যার ডায়রিয়া ইউনিটে রোগী ভর্তি হয়েছেন ১১১ জন।

ঘিওর উপজেলার নালী এলাকার নীলা বেগম বলেন, ‘সাত দিন ধরে আমার ছেলে রিজুয়ানের ডায়রিয়া। গ্রামে কয়েকদিন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের ডায়রিয়া ইউনিটে ছেলেকে ভর্তি করি। এখন কিছুটা সুস্থ হলেও আরো একদিন বা দুইদিন থাকা লাগবে।’

পুলিশ ক্যাম্প এলাকার পপি বেগম বলেন, ‘রোববার থেকে ছেলে হাফিজুরের ডায়রিয়া শুরু হয়। অবস্থা খারাপ হওয়ায় সোমবার হাসপাতালে নিয়ে আসি। রোগীর চাপ বেশি হওয়ায় বিপাকে আছি। তারপরও নার্স ও চিকিৎসকরা সেবা দিয়ে চলেছেন।’

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মুহাম্মদ মাসুদ রানা বলেন, ‘এ মাসের প্রথম থেকে রোগীর সংখ্যা আরো বেড়েছে। ইউনিটে শয্যা স্বল্পতা থাকলেও নার্স ও চিকিৎসকরা রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন।’

আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. কাজী একেএম রাসেল বলেন, ‘রোটা ভাইরাসের কারণে শীতকালে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। ডায়রিয়া ইউনিটে ভর্তি রোগীর ৮৫ ভাগই শিশু।’

চন্দন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়