ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় ৭৭ শতাংশ শিক্ষার্থী ভ্যাকসিন পেয়েছে

কুমিল্লা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ১৩ জানুয়ারি ২০২২  
কুমিল্লায় ৭৭ শতাংশ শিক্ষার্থী ভ্যাকসিন পেয়েছে

কুমিল্লা জেলায় ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীর সংখ্যা পাঁচ লাখ ত্রিশ হাজার ৮৩৮ জন। এর মধ্যে টিকা পেয়েছে চার লাখ ছয় হাজার ২২ জন। যা মোট শিক্ষার্থীর ৭৬.৫ শতাংশ।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসেন।

আরো পড়ুন:

তিনি বলেন, কুমিল্লা জেলায় মোট জনসংখ্যা ৬৩ লাখ ৭১ হাজার ১৫৩ জন। টিকার আবেদন করেছেন ২৬ লাখ ৪৪ হাজার ১১২ জন। যা মোট জনসংখ্যার ৪১.৫ শতাংশ।

সিভিল সার্জন আরও বলেন, ওমিক্রন মোকাবিলায় কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগ প্রস্তুত আছে। জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে।

উল্লেখ্য, কুমিল্লায় এই পর্যন্ত দুই লাখ সাত হাজার ৬৫৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত হয়েছেন ৩৯ হাজার ১৭৮ জন। এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৯৫৬ জনের।

শরীফ/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়