ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কেন্দ্র নয়, ঝুঁকিপূর্ণ প্রশাসন ও নির্বাচন কমিশন : তৈমুর 

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৫, ১৫ জানুয়ারি ২০২২   আপডেট: ০৯:০৯, ১৬ জানুয়ারি ২০২২
কেন্দ্র নয়, ঝুঁকিপূর্ণ প্রশাসন ও নির্বাচন কমিশন : তৈমুর 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি নেতা ও স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার অভিযোগ করে বলেন, কোনো কেন্দ্রকে তিনি ঝুঁকিপূর্ণ মনে করেন না। কিন্তু প্রশাসন, পুলিশ ও নির্বাচন কমিশনের আচরণ ঝুঁকিপূর্ণ মনে করেন।

শনিবার (১৫ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের মাসদাইর এলাকার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তৈমুর বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান, গ্রেপ্তার বন্ধ, যারা গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তি, প্রত্যেক কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশ প্রশাসনের নিরপেক্ষ আচরণ করতে হবে।

এ সময় সকল ভোটারের নির্বিঘ্নে ভোট দিতে যাওয়ার আহ্বান জানান এই প্রার্থী।

আগামীকাল রোববার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদে সাতজন প্রার্থী থাকলেও আওয়ামীলীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী এবং তৈমুর আলম খন্দকারের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করা হচ্ছে। 
 

রাকিব/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়