ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দিনাজপুরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ১৭ জানুয়ারি ২০২২  
দিনাজপুরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ 

ছবি: রাইজিংবিডি

দিনাজপুর, পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও শ্রীমঙ্গলে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

সোমবার (১৭ জানুয়ারি) দিনাজপুরে সকালে তাপমাত্রা ছিল ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড় ও শ্রীমঙ্গলে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।  সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।

তিনি বলেন, দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৯ ডিগ্রি সেলসিয়াস।  বাতাসের আদ্রতা ৮৯ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সাথে এটি উত্তর বা উত্তর পশ্চিমদিক থেকে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে। 

এছাড়াও, রংপুর ১২.০, সৈয়দপুরে ১১.০, রাজারহাট ১০.০, যশোরে ১১.০, চুয়াডাঙ্গায় ৯.৮, রাজশাহীতে ১১.৭, পাবনায় ১০.৮, তেঁতুলিয়ায় ৯.৭, পঞ্চগড় ও শ্রীমঙ্গলে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। 

/মোসলেম/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়