ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চট্টগ্রামে ৭৩৮ জনের শরীরে করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ১৮ জানুয়ারি ২০২২   আপডেট: ১২:৫৪, ১৮ জানুয়ারি ২০২২
চট্টগ্রামে ৭৩৮ জনের শরীরে করোনা শনাক্ত

বন্দরনগরী চট্টগ্রাম এবং জেলার বিভিন্ন উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলা ও মহানগরে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭৩৮ জন। তবে এই সময়ে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। 

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন দপ্তর থেকে পাঠানো করোনার সর্বশেষ প্রতিবেদনে এতথ্য জানানো হয়। 

সিভিল সার্জনের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১৩টি পিসিআর ল্যাবে ৩ হাজার ১১৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ৭৩৮ জন। পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার ২৩ দশমিক ৬৭ শতাংশ। 

আক্রান্তদের মধ্যে ৬৪৭ জন চট্টগ্রাম মহানগরের বাসিন্দা। বাকি ৯১ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৪৫৭ জন। এদিকে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও এদিন করোনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। 

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়