ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রাজবাড়ীতে রেলওয়ে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ২৫ জানুয়ারি ২০২২   আপডেট: ১৩:৪৬, ২৫ জানুয়ারি ২০২২
রাজবাড়ীতে রেলওয়ে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

আগামী ৩০ জানুয়ারির মধ্যে রেলওয়ে রানিং স্টাফদের মাইলেজ জটিলতা নিরসন এবং অর্থ মন্ত্রণালয়ে প্রকাশিত কালো আদেশ খ ও গ বাতিলের দাবিতে রাজবাড়ীতে রানিং স্টাফ কর্মচারীরা কর্ম বিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী রেলওয়ে রানিং স্টাফ সংগ্রাম পরিষদের (লোকোমাস্টার গার্ড টিটিই) আয়োজনে রাজবাড়ী রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তরা বলেন, রেলওয়ে রানিং স্টাফদের মাইলেজ জটিলতা নিরসন এবং অর্থ মন্ত্রণালয়ে প্রকাশিত কালো আদেশ বাতিল করতে হবে। অন্যথায় ৩১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করা হবে। 

বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজবাড়ী রেলওয়ে রানিং স্টাফ সংগ্রাম পরিষদের সভাপতি ইকবাল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,গার্ড কাউন্সিল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ দিদার, রাজবাড়ী লোক রানিং স্টাফ পরিষদের সাধারন সম্পাদক শরিফুর রহমান, রাজবাড়ী রেলওয়ে শ্রমিক লীগের সাধারন সম্পাদক সরোয়ার আলম, রাজবাড়ী গার্ড কাউন্সিল জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম।

 

সুকান্ত/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়