ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবারও জামিন পাননি বাবুল আক্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ২৫ জানুয়ারি ২০২২   আপডেট: ১৫:৫৩, ২৫ জানুয়ারি ২০২২
এবারও জামিন পাননি বাবুল আক্তার

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফখরুদ্দিন চৌধুরী এতথ্য নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

আদালত সূত্র জানায়, এই মামলায় জামিনের জন্য সোমবার বাবুল আক্তারের পক্ষে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। 

স্ত্রী মিতু হত্যায় বাবুল আক্তার নিজের করা মামলা এবং মিতুর বাবা মোশাররফ হোসেনের করা অপর একটি মামলায় বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন বাবুল আক্তার।

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রামের জিইসি মোড়ে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে। 

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়