ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাফারি পার্কে আরেক জেব্রার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ২৯ জানুয়ারি ২০২২   আপডেট: ১৭:১২, ২৯ জানুয়ারি ২০২২
সাফারি পার্কে আরেক জেব্রার মৃত্যু

ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরও একটি জেব্রার মৃত্যু হয়েছে। এ নিয়ে এক মাসে মারা গেলো ১০টি জেব্রা।

শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে জেব্রার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির।

আরো পড়ুন:

তিনি জানিয়েছেন, শনিবার সকালে দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে দুটি জেব্রাকেই চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে একটি জেব্রা মারা যায়। অপর জেব্রাটির চিকিৎসা চলছে। প্রাণী বিশেষজ্ঞদের দল পার্কে এসেছে। তাদের পরামর্শমতো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বন বিভাগ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত পার্কের কোর সাফারি জোনের আফ্রিকান সাফারিতে ৯টি জেব্রা মারা যায়। জেব্রাগুলোর মৃত্যুর কারণ হিসেবে ব্যাকটেরিয়ার সংক্রমণকে দায়ী করেছিল বিশেষজ্ঞ দল।

রেজাউল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়