ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় ইউএনওর বিরুদ্ধে কৃষকের মামলা

কুমিল্লা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ৩ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১৭:০৫, ৩ ফেব্রুয়ারি ২০২২
কুমিল্লায় ইউএনওর বিরুদ্ধে কৃষকের মামলা

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন কৃষক এ কে এম সেলিম (৩৮)।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর ৫নং আমলি আদালতে এ মামলা করা হয়।

আরো পড়ুন:

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ ছালাউদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ১৯ জানুয়ারি এলাকার কিছু কুচক্রী মহলের ইন্ধনে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক জুগীরকান্দি গ্রামে এলাকাবাসীর ভাড়া করা চারটি এক্সকভেটর ভাংচুরের পর কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেয়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। এ নিয়ে সেলিম ক্ষুব্ধ হয়ে এলাকাবাসীর পক্ষে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর ৫নং আমলি আদালতে মামলা করেন।’

আদালতের বিচারক বেগম ফারহানা সুলতানা মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক বলেন, ‘মামলার বিষয়টি জেনেছি। কাগজপত্র পেলে অফিসিয়ালি বক্তব্য দেব।’

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি চৌদ্দগ্রামে কাশিনগরের বোয়ালঝুড়ি খালের পাড় কেটে মাটি বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক চারটি এক্সকভেটর জব্দ করে জ্বালিয়ে দেন। এসময় মাটি বিক্রির অভিযোগে গিয়াসউদ্দিন ও নাদিম নামের দুই ব্যক্তিকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

শরীফ/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়