ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শত বছরের জাগ্রত মন্দিরের সংস্কার প্রয়োজন

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ১০ ফেব্রুয়ারি ২০২২  
শত বছরের জাগ্রত মন্দিরের সংস্কার প্রয়োজন

চাঁদপুর সদরের আশিকাটি ইউনিয়নে মন্দির সাকুল্যে একটি। শত বর্ষ পেরিয়ে যাওয়ায় মন্দিরটির সংস্কার প্রয়োজন। বর্তমানে মন্দির কমিটির সদস্যদের দেওয়া অর্থে বাৎসরিক ধর্মীয় উৎসবসহ মন্দিরের যাবতীয় ধর্ম চর্চা চলছে। কিন্তু স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের দাবি একশ দশ বছরের পুরনো আশিকাটি শ্রী শ্রী সচ্চিদানন্দ শ্যামসুন্দর হরিসভা মন্দিরটি রক্ষা করতে হলে এর সংস্কার প্রয়োজন।

১০ ফেব্রুয়ারি সরেজমিনে মন্দির প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, অষ্ট প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন চলছে।  মধ্যাহ্নে ভোগরাগ এবং অপরাহ্নে কয়েক হাজার সনাতনী ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। 

এ প্রসঙ্গে মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক ব্রজ গোপাল আচার্য বলেন, প্রাচীন হলেও অর্থের অভাবে মন্দির সংস্কার করতে পারছি না। টিনের চালার নিচে কোনোমতে মন্দিরের কার্যক্রম চালাচ্ছি। আমরা আর্থিক সহযোগিতা চেয়ে জেলা প্রশাসক মহোদয়ের সুদৃষ্টি কামনা করেছি। 

মন্দির পরিচালনা পরিষদের উপদেষ্টা জহরলাল আশ্চর্যের সঙ্গে কথা বলে জানা গেল- মন্দিরের নামে ৫৪ শতাংশ জায়গা এখনও খালি পড়ে আছে। কিন্তু অর্থের অভাবে সেখানে ভবন নির্মাণ করা যাচ্ছে না। এদিকে মন্দিরের সহ-সভাপতি যুবরাজ দাস বলেন, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ থেকে বেশ কয়েক বছর আগে এই মন্দিরের জন্য সামান্য কিছু টাকা আর্থিক বরাদ্দ পেলেও তা দিয়ে মন্দিরের চিত্রের তেমন কোনো পরিবর্তন সম্ভব হয়নি। এমনকি এই মন্দির সরেজমিনে দেখতে কোনো প্রশাসনিক কর্মকর্তা কখনও আসেননি। 

মন্দিরটি সার্বজনীন এবং জাগ্রত বলে জানান পরিচালনা পরিষদের সভাপতি হারাধনচন্দ্র দত্ত। তিনি বলেন, আমাদের ৪১ সদস্যের কমিটি রয়েছে। সেই কমিটির অর্থায়নে মন্দিরের কার্যক্রম চলে। এ বিষয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে অবগত করলে তিনি বলেন, এতো বছরের পুরনো মন্দির রয়েছে আমার জানা ছিল না। আমরা মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে দ্রুত কথা বলে মন্দিরের উন্নয়নে কীভাবে সহযোগিতা করলে ভালো হয় আলোচনা করবো।

অমরেশ/তারা 

সর্বশেষ

পাঠকপ্রিয়