জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন ইসি
সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্ব চার নির্বাচন কমিশনার সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০ টার দিকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এমিলি, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।
প্রসঙ্গত, সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করেন। সিইসির সঙ্গে সে সময় আরো চার জনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সাব্বির/ মাসুদ