ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

হিলি বন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২, ১৭ মার্চ ২০২২   আপডেট: ১০:২৩, ১৭ মার্চ ২০২২
হিলি বন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ 

সাপ্তাহিক ছুটি, বঙ্গবন্ধুর জন্মদিন ও পবিত্র শবেবরাত উপলক্ষে আজ (বৃহস্পতিবার) থেকে তিন দিন বন্ধ রয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি। 

এসময় বন্দরের অভ্যতরীণ সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রোববার (২০ মার্চ) যথারীতি নিয়মে আমদানি-রপ্তানিসহ বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।

বুধবার (১৬ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক।

তিনি রাইজিংবিডিকে বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মদিন, সাপ্তাহিক ছুটি ও পবিত্র শবে-বরাত উপলক্ষে আজ (বৃহস্পতিবার) থেকে আগামী শনিবার পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এই তিন দিন ভারত থেকে এ বন্দরে কোন প্রকার পণ্য আমদানি-রপ্তানি হবে না। তিন দিন বন্ধের পর আগামী রোববার সকাল থেকে যথারীতি নিয়মে আমদানি-রপ্তানিসহ বন্দরের কার্যক্রম শুরু হবে।

মোসলেম/টিপু

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়