ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

হঠাৎ ব্রিজ ভেঙে খালে

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ২০ মার্চ ২০২২   আপডেট: ২০:৫০, ২০ মার্চ ২০২২
হঠাৎ ব্রিজ ভেঙে খালে

বরগুনার তালতলীতে বেহালা-শানুর বাজার ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ।

শনিবার (১৯ মার্চ) রাত ১০ টার দিকে হঠাৎ ব্রিজটি ভেঙে পড়ে। তবে, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, প্রায় ২০ বছর আগে ব্রিজটি নির্মাণ করেছিল এলজিইডি। তবে নির্মাণের পাঁচ বছরের মাথায় ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। গত ১৫ বছর ধরেই এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।

শানুর বাজারের ব্যবসায়ী মো. শানু হাওলাদার বলেন, ‘শনিবার রাত ১০টার দিকে বিকট শব্দে ব্রিজের একাংশ ভেঙে পড়ে। এরপর থেকে শানুর বাজার ও বেহালা গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভোগান্তিতে পড়ে দুই পাড়ের তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রায় ২০ হাজার মানুষ।’

তিনি আরও বলেন, ‘ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। একাধিকবার নতুন ব্রিজ নির্মাণের আবেদন করা হলেও কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রকৌশলী বিভাগ।’

এলজিইডির তালতলী উপজেলা প্রকৌশলী আহম্মদ আলী বলেন, ‘ব্রিজটি পূর্ণ নির্মাণের জন্য ইতিমধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বরাদ্দ আসার সাথে সাথে দ্রুত নির্মাণ কাজ শুরু করা হবে।’

ইমরান/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়