ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পাটগ্রামে শিলাবৃষ্টিতে উঠতি ফসলের ক্ষতির শঙ্কা 

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ২৭ এপ্রিল ২০২২   আপডেট: ১৩:১৪, ২৭ এপ্রিল ২০২২
পাটগ্রামে শিলাবৃষ্টিতে উঠতি ফসলের ক্ষতির শঙ্কা 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। এতে উঠতি ফসলের মারাত্মক ক্ষতির শঙ্কা প্রকাশ করছেন কৃষকরা। এদিকে ক্ষতি নিরুপণে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে উপজেলা কৃষিবিভাগ।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত ১০টার সময় শিলাবৃষ্টি শুরু হয়। আধঘণ্টা ধরে চলা এই বৃষ্টিতে বোরো ধান ও ভুট্টাসহ বিভিন্ন ধরনের উঠতি সব ফসলের ক্ষতি হয়েছে। এছাড়া বৃষ্টি এবং ঝড়ো বাতাসের কারণে কোনো কোনো এলাকার টিনের ঘরের চাল ফুটো হয়ে গেছে। 

পাটগ্রামের উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফফার রাইজিংবিডিকে বলেন, শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বোরো ধানের। কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছেনা। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে।


 

ফারুক/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়