ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় আসানির প্রভাবে বৃষ্টি হচ্ছে

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ৯ মে ২০২২   আপডেট: ১২:৪৭, ৯ মে ২০২২
ঝালকাঠিতে ঘূর্ণিঝড় আসানির প্রভাবে বৃষ্টি হচ্ছে

ঘূর্ণিঝড় আসানির প্রভাবে দক্ষিণের উপকূলীয় জেলা ঝালকাঠিতে বৃষ্টি হচ্ছে। সোমবার (৯ মে) সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। দুপুর ১২টার দিকে বৃষ্টির পরিমাণ একটু বাড়ে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। জেলার সুগন্ধা, বিষখালী ও হলতা নদীর পানি বারতে শুরু করেছে। 

সকাল থেকে বৃষ্টি হওয়ায় খেটে খাওয়া মানুষ চরম বিপাকে পড়েছেন। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছেন না। এ ছাড়াও, পরিবার পরিজনের সঙ্গে ঈদ কাটিয়ে কর্মস্থলে ফিরে যাওয়া মানুষও চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।  

রিকশাচালক সোবাহান মিয়া বলেন, বৃষ্টির কারণে রাস্তায় লোকজন কম হওয়ায় আমাদের আয় কমে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে পরিবার পরিজন নিয়ে চলতে কষ্ট হবে।

ঝালকাঠির জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বশির গাজাী বলেন, ঘুর্ণিঝড় আসানি মোকাবিলায় ঝালকাঠি জেলার ৪৭৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

অলোক সাহা/এইচএম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়