ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মার্চে পদ্মা সেতু দিয়ে রেল চলাচল : রেলমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ১৫ মে ২০২২  
মার্চে পদ্মা সেতু দিয়ে রেল চলাচল : রেলমন্ত্রী

আসামী মার্চ মাসে পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পর্যন্ত রেল যোগাযোগ চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রোববার (১৫ মে) দুপুরে শিবচর ও ভাঙ্গা এলাকার রেলপথ পরিদর্শন করেন মন্ত্রী। তখন ভাঙ্গা এলাকায়  তিনি স্থানীয় সাংবাদিকদের এ কথা বলেন।

রেলপথমন্ত্রী জানান, পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল যোগাযোগ চালু করার নতুন লক্ষ্যমাত্রা হিসেবে আগামী বছরের মার্চ মাসকে নির্ধারণ করা হয়েছে। তবে মন্ত্রী এ কথাও বলেন, যদি কোনো কারণে লক্ষ্য অর্জন না হয়। তবে ২০২৩ সালের জুনের মধ্যে এটি চালু হবে।

গত বছর মন্ত্রী ঘোষণা দেন, এ বছরের (২০২২ সাল) ডিসেম্বরের মধ্যে ঢাকা-ভাঙ্গা রেল কার্যক্রম চালু হবে।

আগামী জুন মাসে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি জানান, আগামী জুনে পদ্মাসেতু উদ্বোধনের জন্য প্রস্তুতি চলছে।
 

বেলাল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়