ঢাকা     মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদ্মা সেতুতে টোল আদায় ৩ হাজার কোটি টাকা 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০০, ২০ জানুয়ারি ২০২৬   আপডেট: ২১:১৩, ২০ জানুয়ারি ২০২৬
পদ্মা সেতুতে টোল আদায় ৩ হাজার কোটি টাকা 

পদ্মা সেতু

টোল আদায়ের ক্ষেত্রে অনন্য নজির গড়েছে পদ্মা সেতু। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীন এ সেতু উদ্বোধনের পর থেকে মঙ্গলবার (২০ জানুয়ারি) পর্যন্ত মোট টোল আদায়ের পরিমাণ ৩ হাজার কোটি টাকা অতিক্রম করেছে।

মঙ্গলবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর থেকে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে রাজধানীসহ সারা দেশের নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ নিশ্চিত করেছে পদ্মা সেতু। সেতুটি চালুর পর থেকে যানবাহন পারাপারের সংখ্যা ও টোল রাজস্ব ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে যাতায়াতের সময় ও ব্যয় কমেছে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়েছে। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের পাশাপাশি শিল্পজাত পণ্য পরিবহনে এসেছে উল্লেখযোগ্য গতি ও পরিবর্তন।

পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে স্থাপিত আধুনিক ইলেকট্রনিক টোল কালেকশন (ETC) ব্যবস্থা টোল আদায় কার্যক্রমকে আরো গতিশীল করেছে। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) প্রযুক্তি ব্যবহারের ফলে যানবাহনকে টোল প্লাজায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না। এতে সময় সাশ্রয় হচ্ছে এবং যান চলাচল নির্বিঘ্ন থাকছে। জনগণের সহযোগিতা ও ডিজিটাল টোল ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমেই দ্রুত এ মাইলফলক অর্জন করা সম্ভব হয়েছে।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়