ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চিংড়িতে জেলি পুশ ও নকল আইসক্রিম তৈরি করায় জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ১৬ মে ২০২২  
চিংড়িতে জেলি পুশ ও নকল আইসক্রিম তৈরি করায় জরিমানা

সিরাজগঞ্জ শহরের বড় বাজারে নকল আইসক্রিম তৈরির দায়ে ৫০ হাজার ও চিংড়ি মাছে জেলি পুশ করার দায়ে ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে নকল আইসক্রিম তৈরির কারখানা সিলগালা করে দেয়া হয়। 

সোমবার (১৬ মে) দুপুরে শহরের বড় বাজারে অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা শাখার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

মাহমুদ হাসান রনি জানান, শহরের বড় বাজারে শাহজালাল নামে কারখানায় নকল আইসক্রিম তৈরি হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় কারখানা সিলগালা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়াও একই বাজারে চিংড়ি মাছে পুশ করে জেলি দেওয়ায় তুষার নামে এক মাছ ব্যবসায়ীকে ৩ হাজার এবং প্রতিশ্রুত পণ্য ও সেবা না দেওয়ায় দীপক স্টোরের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। 
 

রাসেল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়