ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মুন্সীগঞ্জে পদ্মায় ধানবোঝাই ট্রলার ডুবি, নিখোঁজ ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ২১ মে ২০২২  
মুন্সীগঞ্জে পদ্মায় ধানবোঝাই ট্রলার ডুবি, নিখোঁজ ২

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে একটি ধান বোঝাই ট্রলার ডুবে গেছে। এতে দাদন হোসেন (৪০) ও হেলাল উদ্দিন (৩৫) নামে দুইজন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

শনিবার (২১ মে) সকাল ৬টার দিকে মাঝ নদীতে পদ্মা সেতুর কাছে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন উদ্ধারকারী ঢাকার ডুবুরী দলের সাব-অফিসার মো. আবুল খায়ের।

তিনি জানান, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাট থেকে ধান বোঝাই করে ট্রলারটি বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। মাঝ পদ্মায় প্রচন্ড ঝড় ও স্রোতের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ১৫ জনের মধ্যে ১৩ জনকে স্থানীয়রা তাৎক্ষনিক স্পিডবোট ও ট্রলারের সাহায্যে উদ্ধার করে। এ সময় দুইজন নিখোঁজ হন। 

আবুল খায়ের বলেন, নিখোঁজ দুইজনের সন্ধানে ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করতে সমস্যা হচ্ছে। কারণ নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ঘটনাস্থলে কাজ করা যাচ্ছে না। ঢাকা থেকে ৬ সদস্যের ডুবুরি দল উদ্ধার অভিযানে এসেছে। নদীতে স্রোত সহনীয় না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান শুরু করা যাচ্ছেনা। পরিস্থিতি অনুকুলে আসলে নিখোঁজদের উদ্ধার কাজ শুরু করা হবে।

রতন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়