ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঝালকাঠিতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত 

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ১ জুন ২০২২  
ঝালকাঠিতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত 

‘পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বিশ্ব দুগ্ধ দিবস ২০২২ পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে বুধবার (১ জুন) সকালে জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে জেলা প্রশাসক মো. জোহর আলীর নেতৃত্বে র‌্যালিটি বের হযে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. ছায়েব আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সারোয়ার হাসান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, বর্তমান সরকারের আমলে অন্যান্য সেক্টরের মত দুগ্ধ শিল্পে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রত্যেক খামারিকে কঠিন পরিশ্রম করতে হবে। যেকোন প্রয়োজনে প্রাণী সম্পদ দপ্তর পাশে থাকবে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্তরের দুগ্ধ খামারিরা অংশ নেন।

/অলোক সাহা/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়