ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘পদ্মা সেতুর মাধ্যমে দেশের প্রবৃদ্ধি বাড়বে ৩ শতাংশ’

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪৬, ৪ জুন ২০২২  
‘পদ্মা সেতুর মাধ্যমে দেশের প্রবৃদ্ধি বাড়বে ৩ শতাংশ’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হলে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের মধ্যে মেলবন্ধন সৃষ্টি হবে। এই সেতুর কারণে দেশের তিন শতাংশ প্রবৃদ্ধি বেড়ে যাবে।’

শুক্রবার (৩ জুন) সন্ধ্যায় হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

জাহাঙ্গীর কবির বলেন, ‘খালেদা জিয়া ও ড. ইউনুস বিশ্বব্যাংকে চিঠি পাঠিয়ে পদ্মা সেতু নির্মাণ ঠেকাতে চেয়েছিলেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের টাকায় সেতু নির্মাণের উদ্যোগ নিলে পদ্মাসেতু ভেঙে পড়বে বলে খালেদা জিয়া মন্তব্য করেছিলেন। এখন সফলভাবে সেতু নির্মাণ হওয়ায় তা দেখে মির্জা ফখরুলের মাথা নষ্ট হয়ে গেছে। কারণ বিএনপি উন্নয়ন চায় না।

এর আগে এই সম্মেলনের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য আজিজুস সামাদ ডন, ডা. মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, নূরউদ্দিন চৌধুরী বুলবুল প্রমুখ। 

সম্মেলনে সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমান এবং পরিচালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশোতোষ অধিকারী শংকর।

মামুন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়