ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শেবাচিম থেকে চুরি করে পালানোর সময় দুই নারী আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫১, ৮ জুন ২০২২   আপডেট: ১৯:১৯, ৮ জুন ২০২২
শেবাচিম থেকে চুরি করে পালানোর সময় দুই নারী আটক

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এক ওয়ার্ড থেকে মালামাল চুরি করে পালানোর সময় দুই নারীকে আটক করা হয়েছে। চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে এক নার্সকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৮ জুন) দুপুরে তাদের আটক করা হয়। এ ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম।

আটক দুই নারী হলেন, বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের খ্রিষ্টান কলোনির মিঠু বাড়ৈর স্ত্রী হেপি বাড়ৈ (৩৫) ও একই এলাকার লিয়ন বাড়ৈর স্ত্রী রাইসা বাড়ৈ (৩২)। বরখাস্ত হওয়া নার্স হলেন, সীমা বাড়ৈ। সে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের ইনচার্জ।

ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, ‘হাসপাতাল থেকে মালামাল নিয়ে পালানোর সময় দুই নারীকে আটক করেছেন আনসার সদস্যরা। এসময় তাদের কাছ থেকে হাসপাতালের ৫টি কম্বল, ৫টি টিস্যু বক্স, ৫টি এ্যাপ্রন ও এক বান্ডিল প্লাষ্টার কাপড় উদ্ধার করা হয়।’

তিনি বলেন, ‘আটক নারীরা জানিয়েছে, হাসপাতালের নার্স সীমা বাড়ৈ তাদের ওই মালামাল দিয়েছে। তবে নার্স সীমা বাড়ৈ তা অস্বীকার করেছে। তাই এই ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নার্স সীমা বাড়ৈকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’ 

হাসপাতালের পরিচালনক জানান, তিন সদস্য বিশিষ্ট কমিটির প্রধান হচ্ছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. জাহাঙ্গীর আলম। অপর দুই সদস্য হলেন, সিনিয়র ষ্টোর অফিসার নুরন্নবী তুহিন ও নার্সিং সুপারভাইজার সুফিয়া বেগম। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ডা. সাইফুল ইসলাম বলেন, ‘তদন্তে নার্সের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আটক দুই জনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ যদি চুরির ঘটনায় নার্স সীমা বাড়ৈর সম্পৃক্ততা পায় সে অনুযায়ী ব্যবস্থা নেবে।’

স্বপন/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়