ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

হিলিতে চালের গোডাউনে অভিযান, জরিমানা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ১৬ জুন ২০২২  
হিলিতে চালের গোডাউনে অভিযান, জরিমানা

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা চালের গোডাউনে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় চাল মজুত ও পোকানাশক স্প্রে করার অপরাধে গোডাউন মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে হিলি বন্দরের পালপাড়া এলাকার নবিবুল ইসলামের চালের গোডাউনে এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, হিলি স্থলবন্দরের ব্যবসায়ী নবিবুল ইসলাম ভারতীয় আমদানি করা চাল বাজারে সরবরাহ না করে ৯-১০ মাস ধরে গোডাউনে মজুত করে রেখেছেন বলে খবর আসে। এরই প্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার) এই গোডাউনে অভিযান চালানো হয়। এসময় চালে পোকানাশক ওষুধ স্প্রে এবং দীর্ঘদিন ধরে চাল মজুত করার অপরাধে গোডাউন মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, পোকানাশক ওষুধ স্প্রে করা এসব চাল ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে।

মোসলেম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়