ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যমুনার পানি বিপদসীমা ছুঁই ছুঁই

বগুড়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ১৭ জুন ২০২২  
যমুনার পানি বিপদসীমা ছুঁই ছুঁই

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বগুড়ায় যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। শুক্রবার (১৭ জুন) বিকেল নদীর পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা ছাড়াও পানি বেড়েছে বাঙালি এবং করতোয়া নদীতেও।

পানি উন্নয়ন বোর্ড বলছে, যমুনায় প্রতিদিন ২০ থেকে ২৫ সেন্টিমিটার করে পানি বাড়ছে। পানি বৃদ্ধি এমন অব্যাহত থাকলে শনিবার সকালের মধ্যেই পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।

বগুড়া পানি উন্নয়ন বো‌র্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, ‘ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। ওই বৃষ্টির পানিগুলো আমাদের এই দিকটা দিয়ে নামছে। যে কারণে যমুনায় পানি বৃদ্ধি পাচ্ছে। শনিবার সকালের মধ্যেই পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।’

তিনি আরো বলেন, ‘গত বছর জুনে বন্যা ছিল না এবং আগস্টের বন্যাও খুব মাঝারি মানের ছিল। তবে এবারের বন্যাটা খুব দ্রুত হচ্ছে। গতবারের তুলনায় এবার ভারী বন্যা হতে পারে এবং আগস্টেও দ্বিতীয় দফায় ভারী হতে পারে।’

বগুড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া বলেন, ‘বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমাদের সব ধরণের প্রস্তুতি নেয়া আছে। আমাদের পর্যাপ্ত শুকনা খাবার এবং খাদ্য মজুদ আছে। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এনাম/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ