ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুট ফেরি চলাচল স্বাভাবিক

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ২০ জুন ২০২২   আপডেট: ১১:৩৮, ২০ জুন ২০২২
শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুট ফেরি চলাচল স্বাভাবিক

দক্ষিণবঙ্গের অন্যতম প্রবেশ দ্বার হিসেবে পরিচিত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটে প্রায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে সোমবার (২০ জুন) ভোর সাড়ে ৫ টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে রোববার (১৯ জুন) রাত ১০ টার দিকে পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি। 

এদিকে রাতে ফেরি বন্ধ থাকায় ঘাটে আটকা পরে শতাধিক ছোট বড় যানবাহন। বৃষ্টির মধ্যে দুর্ভোগে পরে ঘণ্টার পর ঘণ্টা ঘাটে অপেক্ষা করতে হয় যাত্রী ও গাড়ি চালকদের ফেরি জন্য।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহকারী মহা ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সফিকুল ইসলাম জানান, পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে রাত ১০ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিলো। তবে ভোর সাড়ে ৫টার দিকে পদ্মায় স্রোতের তীব্রতা কমে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়। সকাল থেকে ফেরি কুঞ্জলতা, রোকেয়া, সুফিয়া কামাল, কুমিল্লা, ফরিদপুর দিয়ে রাতে আটকে থাকা যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। 

রতন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়