ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঢাকা-আরিচা মহাসড়কে ৩ কি.মি. যানজট

সাভার (ঢাকা) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫১, ২৩ জুন ২০২২  
ঢাকা-আরিচা মহাসড়কে ৩ কি.মি. যানজট

ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে হেমায়েতপুর থেকে তুরাগ ব্রিজ এলাকা পর্যন্ত তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল থেকে সড়ক ও জনপথ বিভাগের মহাসড়কে চলমান সংস্কার কাজের জন্যই এমন যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা ও পুলিশ সদস্যরা।

রাত সোয়া ৮টার দিকে মহাসড়ক পরিদর্শনকালে যানজটের চিত্র অপরিবর্তিত দেখতে পাওয়া যায়।

ঢাকা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) আব্দুস সালাম বলেন, ‘আমাদের না জানিয়ে মহাসড়কের একটি লেন বন্ধ করে সড়ক ও জনপথ বিভাগ সড়কের কাজ করায় এমন যানজটের সৃষ্টি হয়েছে, ট্রাফিক পুলিশের সদস্যরা সড়কের পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন।’  

সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মারুফ হোসেন বলেন, এটা নিয়মিত সংস্কার কাজের অংশ। তবে এতটা জ্যাম হওয়ার কথা নয়। বৃহস্পতিবার হওয়ায় গাড়ির চাপ একটু বেশি থাকায় এমনটা হতে পারে। তবে আর কিছুক্ষণের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।
 

সাব্বির/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়