ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নদী ভাঙনে গাইবান্ধায় ১০টি বাড়ি বিলীন হচ্ছে প্রতিদিন 

সিদ্দিক আলম দয়াল, গাইবান্ধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ২৭ জুন ২০২২   আপডেট: ১১:১৯, ২৭ জুন ২০২২
নদী ভাঙনে গাইবান্ধায় ১০টি বাড়ি বিলীন হচ্ছে প্রতিদিন 

গাইবান্ধায় সবগুলো নদ-নদীর পানি কমতে শুরু করেছে। অন্যদিকে তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র নদী বেষ্টিত চার উপজেলা ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ ও গাইবান্ধা সদরে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। 

পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে গাইবান্ধার কামারজানির- খারজানি, গিদারী, বালাসীঘাট, কুন্দেরপাড়া, সুন্দরগঞ্জের- হরিপুর, বেলকা, কাপাসিয়া, গোবিন্দগঞ্জের- কিসামত চেরেংগাসহ ১২টি পয়েন্টে নদী অতিরিক্ত মাত্রায় ভাঙছে। এতে প্রতিদিন অন্তত ১০টি বাড়ি ভাঙনের কবলে বিলীন হচ্ছে। 

ভাঙন প্রতিরোধে জরুরীভাবে জিও ব্যাগ ফেলা হচ্ছে পানিতে। কিন্তু মুহূর্তে তা তলিয়ে যাচ্ছে নদীতে। ভাঙন রোধ হচ্ছে না। এই কাজ এলাকার মানুষের আস্থা অর্জন করতে পারছে না। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুকনো মৌসুমে কাজ না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে । 

পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী আবু রায়হান জানান, ভাঙনপ্রবণ এলাকায় জরুরী প্রতিরোধ কাজ শুরু করা হয়েছে। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে । আশা করি ভাঙন প্রতিরোধ হবে ।

/টিপু/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়