ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ৩০ জুন ২০২২   আপডেট: ১৩:১৫, ৩০ জুন ২০২২
সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

ফাইল ফটো

ভারতের মেঘালয়, চেরাপুঞ্জিতে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি বাড়ছে।

বৃহস্পতিবার (৩০) সকাল ৯টায় সুরমা নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

এদিকে, জেলার দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা ও চেলা নদী দিয়ে ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত হয়ে প্লাবিত হচ্ছে অনেক এলাকা। তাহিরপুর, বিশ্বম্ভরপুর, ছাতক ও জামালগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক ভেঙে যাওয়ায় জেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জেলায় সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। 

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম বলেন, ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুরমা নদীর পানি কিছুটা বাড়তে শুরু করেছে। তবে ছাতক পয়েন্ট দিয়ে এখনো বিপৎসীমার ওপরে রয়েছে। 

ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের মানুষ পানিবন্দি হয়ে পড়ে। এসব মানুষের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিপি, র‌্যাব, কোস্টগার্ড ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করছে। ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।

আল আমিন/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়