ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চামড়া প্রস্তুতকরণে সিইটিপি প্রস্তুত : শিল্প সচিব

সাভার (ঢাকা) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ৬ জুলাই ২০২২  
চামড়া প্রস্তুতকরণে সিইটিপি প্রস্তুত : শিল্প সচিব

শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা বলেছেন, দেশে ৯৭ থেকে ৯৮ লাখ পশু কোরবানি করা হবে। সেই চামড়া প্রস্তুতকরণে মূল দায়িত্ব পালন করবে বাংলাদেশ বিসিক শিল্পনগরী ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি। এই সিইটিপি প্রস্তুত রয়েছে। 

বুধবার (০৬ জুলাই) বিকেলে সাভারের তেঁতুলঝাড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় সিইটিপি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 

জাকিয়া সুলতানা বলেন, ‘আমরা জানি সিইটিপির উদ্দেশ্য হলো দূষিত পানি বিশুদ্ধ করা। পরিবেশ বাঁচিয়ে শিল্পকে রক্ষা করতে হবে। আর যাতে ট্যানারির পাশের ধলেশ্বরী নদী দূষণ বা এর আশপাশে কেউ পরিবেশের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সব ধরণের পদক্ষেপ শিল্প মন্ত্রণালয় হাতে নিয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘এবার এসে দেখলাম সিইটিপির চারটা মডিউলে অনেক ময়লা জমে আছে। যেগুলো গত কয়েক বছর পরিষ্কার করা হয়নি। সেগুলো আমরা পরিষ্কার করলাম। যে যন্ত্রাংশগুলো নষ্ট হয়ে যাওয়ার পর্যায়ে ছিল, সেগুলোকে পরিবর্তন করা হয়েছে। এবং কেমিকেলের পরিমাণ ঠিক করা হয়েছে। আমরা আশা করছি, এবার সঠিক মান রক্ষা হবে।’ 

সচিব পরে ট্যানারির কর্মকর্তাদের সঙ্গে মতবনিমিয় করেন ও বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। 

সাব্বির/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়