ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পদ্মা সেতুতে টোল আদায়ে ধীরগতি, এক্সপ্রেসওয়েতে যানবহনের দীর্ঘ সারি

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ৮ জুলাই ২০২২   আপডেট: ১৬:২৪, ৮ জুলাই ২০২২
পদ্মা সেতুতে টোল আদায়ে ধীরগতি, এক্সপ্রেসওয়েতে যানবহনের দীর্ঘ সারি

সনাতন পদ্ধতিতে টোল আদায়ের কারণে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে ছোট বড় যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। শুক্রবার (৮ জুলাই) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ রুটে যানবহনের চাপ বাড়তে শুরু করে। ফলে  অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। 

সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজায় দায়িত্বে থাকা পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন জানান, ঈদ উপলক্ষে অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে একটু সময় লাগছে। তবে অল্প সময়ের মধ্যে টোল দিয়ে যানবাহনগুলো পদ্মা সেতু পার হতে পারছে। 

তিনি আরো জানান, পদ্মা সেতু দিয়ে যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। তবে সনাতন পদ্ধতিতে টোল আদায়ের কারণে টোল প্লাজায় এসে যানবাহনকে কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে। এ কারণে টোল প্লাজা থেকে শ্রীনগরের কেউটচিরায় প্রায় পাঁচ কিলোমিটারে যানবাহন দীর্ঘ সারি দেখা দিয়েছে। তবে যানবহনগুলো ধীরগতিতে টোল প্লাজা অতিক্রম করছে।

এদিকে, পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, পদ্মা সেতুর টোল প্লাজা থেকে শ্রীনগরের দোগাছি সার্ভিস এরিয়া-১ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে।

রতন/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়