ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চাঁদপুরে ৪০ গ্রামে পালিত হচ্ছে ঈদ 

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৫, ৯ জুলাই ২০২২   আপডেট: ০৯:৫৭, ৯ জুলাই ২০২২
চাঁদপুরে ৪০ গ্রামে পালিত হচ্ছে ঈদ 

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও মতলব উত্তরের প্রায় ৪০টি গ্রামে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

 শনিবার (৯ জুলাই) সকালে জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের অনুসারীরা ঈদ উদযাপন করেছেন বলে নিশ্চিত করেছেন দরবারের পীর মো. আরিফ চৌধুরী।

তিনি বলেন, দরবারের প্রতিষ্ঠাতা পীর মাওলানা ইসহাক প্রথম চন্দ্র দর্শনের ভিত্তিতে ধর্মীয় উৎসব পালনের রেওয়াজ চালু করেন।

আজ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মনিহার, বরকুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাশারা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ কচুয়া ও শাহরাস্তিসহ ৪০টি গ্রামে ঈদুল আজহা পালিত হচ্ছে। দেওয়া হচ্ছে কোরবানি।

পীর মো. আরিফ চৌধুরী বলেন, সৌদিতে শুক্রবার হজ হয়ে গেছে। তাই শনিবার আমরা ঈদ উদযাপন করলাম। সে লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছিলো। সকাল ৯টায় সাদ্রা ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত হয়। এরপর আমরা কোরবানি করছি। 

তিনি আরও বলেন, করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী সবাইকে মাস্ক পরে আসতে বলা হয়েছিলো। সামাজিক দূরত্ব বজায় রেখে জামাত অনুষ্ঠিত হয়। সবাইকে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।

অমরেশ দত্ত /ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়