ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যানবহনের দীর্ঘ সারি

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ১১ জুলাই ২০২২   আপডেট: ১৭:০২, ১১ জুলাই ২০২২
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যানবহনের দীর্ঘ সারি

ঈদের দ্বিতীয় দিনেও পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যানবাহনের চাপ বেড়েছে। সোমবার (১১ জুলাই) সকাল থেকে সেতুর উত্তর প্রান্তের টোলপ্লাজায় যানবাহনের চাপ বাড়তে থাকে। এতে শ্রীনগর উপজেলার সমষপুর এলাকা পর্যন্ত প্রায় সাড়ে ৫ কিলোমিটার গাড়ির দীর্ঘ সারি দেখা দেয়।

সেতু কর্তৃপক্ষ জানায়, সনাতন পদ্ধতিতে টোল আদায়ের কারণে কিছুটা সময় লাগছে। মাওয়া প্রান্তে দায়িত্বে থাকা পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

আবুল হোসেন জানান, আজ (সোমবার) ঈদের দ্বিতীয় দিন হওয়া সত্বেও পদ্মা সেতুর টোল প্লাজায় এসে যানবাহনকে কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে। যারা ঈদে বাড়ি যেতে পারেননি বা কাজ শেষ করতে পারেননি, তারা এখন বাড়িতে যাচ্ছেন। এ কারণে টোল প্লাজা থেকে শ্রীনগরের সমষপুর পর্যন্ত প্রায় সাড়ে ৫ কিলোমিটার এলাকায় যানবাহন ধীর গতিতে চলছে।

মুন্সীগঞ্জ  ট্রাফিক পুলিশের টিআই বজলুল হক জানান, পদ্মা সেতুর টোল প্লাজা থেকে গোলচত্বর পর্যন্ত প্রায় এক কিলোমিটার যান চলাচলের ধীরগতি রয়েছে। সকালের দিকে যানবাহনের চাপ ছিল। তখন কয়েক কিলোমিটার এলাকায় যানজট দেখা যায়। এখন যানজট কমে আসছে।

তিনি আরও জানান, প্রচুর যানবাহন পদ্মা সেতু পাড়ি দিয়ে দক্ষিণবঙ্গের দিকে যাচ্ছে। ঈদের ছুটিতে স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করতে গ্রামে যাচ্ছেন অনেকে। এতে যানবাহনে চাপ দেখা দিয়েছে।

টোলপ্লাজায় দায়িত্বে থাকা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান জানান, ব্যক্তিগত যানবাহনের চাপ বেড়েছে। তবে টোল আদায় কার্যক্রম স্বাভাবিক রয়েছে। টোলপ্লাজার ছয়টি বুথই সচল রয়েছে।

রতন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়