ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পদ্মায় ধরা পড়ল ১ মণ ৭ কেজি ওজনের দুটি পাঙাশ

রাজবাড়ী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ২০ জুলাই ২০২২   আপডেট: ১৬:৩৬, ২০ জুলাই ২০২২
পদ্মায় ধরা পড়ল ১ মণ ৭ কেজি ওজনের দুটি পাঙাশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মায় বুদ্দু হালদার নামে এক জেলের জালে ১ মণ ৭ কেজি ওজনের দুটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। পরে মাছ দুটি ৬২ হাজার ২৫ টাকায় বিক্রি হয়েছে। বুধবার (২০ জুলাই) ভোরে ২৮ কেজি ও ১৯ কেজি ওজনের মাছ দুটি ধরা পড়ে।

বুদ্দু হালদার বলেন, ‘প্রতিদিনের মতো বুধবার সহযোগীদের নিয়ে পদ্মায় মাছ ধরতে যাই। নদীতে জাল ফেলে  দীর্ঘক্ষণ মাছ না পেয়ে হতাশ হয়ে যাই। ভোর ৬টার দিকে জাল তুলতেই মাছ দুটি ভেসে ওঠে। পরে মাছ দুটি বিক্রির জন্য কেসমত মোল্লার আড়তে নিয়ে আসি। সেখানে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ৬২ হাজার ২৫ টাকায় মাছ দুটি কিনে নেন।’

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ‘সকাল ৮টার দিকে দৌলতদিয়ার কেসমত মোল্লার মাছের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২৮ কেজি ওজনের পাঙ্গাশটি প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা ও ১৯ কেজি ওজনের পাঙ্গাশটি প্রতি কেজি ১ হাজার ২৭৫ টাকা দরে মোট ৬২ হাজার ২৫ টাকায় কিনে নেই। মাছ দুটি বিক্রির জন্য দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করছি। প্রতি কেজিতে এক শ থেকে দুই শ টাকা লাভ পেলেই বিক্রি করে দিব।’

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ বলেন, ‘বছরের নির্দিষ্ট সময়ে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়ার কারণে এই মাছগুলো বড় হওয়ার সুযোগ পায়। এছাড়া এসব মাছ পানির তলদেশে থাকে।  এখন নদীতে পানি বাড়ার কারণে বড় মাছ খাবারের সন্ধানে ওপরে চলে আসে। যে কারণে মাঝে মধ্যেই জেলেদের জালে বড় মাছ ধরা পড়ছে।’

সুকান্ত/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়