ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মতলব উত্তরে পাটের বাম্পার ফলন, দামে খুশি চাষিরা

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ২ আগস্ট ২০২২  
মতলব উত্তরে পাটের বাম্পার ফলন, দামে খুশি চাষিরা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পাটের বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও মাটি চাষের উপযুক্ত হওয়ায় পাট চাষে সফলতা পেয়েছেন এ উপজেলার কৃষকরা। বাজারে পাটের চাহিদা ও দাম ভালো থাকায় লাভবান হচ্ছেন তারা। আগামীতে আরও বেশি পরিমাণ জমিতে পাটের চাষ করার কথা ভাবছেন কৃষকরা।

উপজেলার কলাকান্দা ইউনিয়নের পাটচাষি হালিম বেপারী বলেছেন, ‘আমি কয়েক বছর ধরেই পাটের চাষ করছি। এবার আমি ৪৬ শতক জমিতে পাট চাষ করেছি। পাটের দাম ভালো থাকায় লাভের আশা করছি। সামনের বছর আরও বেশি জমিতে পাটের চাষ করার ইচ্ছা আছে আমার।’

স্থানীয় আরেক কৃষক আবুল হোসেন বলেন, ‘এখন বাজারে পাটের দাম বেশ ভালো। প্রতি মণ পাট ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আমার পাট কাটা প্রায় শেষের পথে। তবে, জাগ দেওয়া পাট বিক্রির উপযোগী হতে হতে দাম কমার শঙ্কায় আছি।’

মতলব উত্তর উপজেলার কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন জানান, চলতি মৌসুমে এ উপজেলায় ২৪০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল৷ তবে, ২৪৫ হেক্টর জমিতে পাটের চাষ করেছেন কৃষকরা। পাটের ভালো দাম পাচ্ছেন তারা। এই উপজেলায় দেশি, তোষা, কেনাপ ও মেসতা জাতের পাট চাষ করা হয়েছে।

জয়/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়