ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

তেলের দাম বাড়ায় কৃষকদের কিছুটা ক্ষতি হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ৭ আগস্ট ২০২২   আপডেট: ১৪:০০, ৭ আগস্ট ২০২২
তেলের দাম বাড়ায় কৃষকদের কিছুটা ক্ষতি হবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে কৃষকদের কিছুটা ক্ষতির সম্মুখীন হতে হবে। তবে এদেশের কৃষকরা পরিশ্রমী, তারা ক্ষতি পুষিয়ে নিতে  পারবেন। কৃষকদের হয়তো একটু লাভ কম হবে। সারাদেশ মানুষের মতো কৃষকদেরও কষ্ট করতে হবে। সাময়িক এই অসুবিধা সত্বেও আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো।’ 

রোববার (৭আগস্ট) দুপুরে কুমিল্লার শিল্পকলা একাডেমিতে বিদ্যমান শস্য বিন্যাসে তেলজাতীয় ফসলের অন্তর্ভুক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাতসমূহের উৎপাদন বৃদ্ধি শীর্ষক এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘কৃষি ক্ষেত্রে এমনিতে বাংলাদেশ এগিয়ে আছে। আন্তর্জাতিক বাজারে শাকসবজি ও ফল রপ্তানি করতে যাচ্ছি আমরা। কৃষিক্ষেত্রকে বিজ্ঞানভিত্তিকভাবে আধুনিক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রিজার্ভ নিয়ে আমরা মোটেও শঙ্কিত নই। ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে সারা বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। তাই বাংলাদেশ তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আর এটা স্বাভাবিক বিষয়। বিশ্ববাজারে তেলের দাম কমলে আবারও পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।’ 

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আয়োজনে সিলেট, কুমিল্লা ও পাহাড়ি অঞ্চলে ফসলের উৎপাদন বৃদ্ধি বিষয়ক এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।

কৃষি মন্ত্রণালয়ের সচিব সাইদুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ বেনজর আলম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডক্টর দেবাশীষ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (সরোজমিন) হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার ফারুক আহমেদ প্রমুখ।

রুবেল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়