ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে কটূক্তি, কারাগারে তালেব

মেহেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ১১ আগস্ট ২০২২   আপডেট: ১৮:৪০, ১১ আগস্ট ২০২২
ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে কটূক্তি, কারাগারে তালেব

আবু তালেব

জ্বালানী তেলের দাম বৃদ্ধির পর ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে আবু তালেবকে গ্রেপ্তার করেছে ডিবি (জেলা গোয়েন্দা) পুলিশ।

আবু তালেব মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়ীয়া গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (১১ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মেহেরপুর ডিবি পুলিশের ওসি সাইফুল আলম বলেন, ‘তেলের দাম বাড়ার পর গত শনিবার (৬ আগস্ট) ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন আবু তালেব। যা রাষ্ট্রদ্রোহ অপরাধের সামিল। ৫০ সেকেন্ডের ওই ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছিল। বুধবার (১০ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আবু তালেবের বিরুদ্ধে গাংনী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে।’

মহাসিন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়