ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শিশু মৃত্যু কমিয়ে এসডিজি অর্জন করবো: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ১৩ আগস্ট ২০২২  
শিশু মৃত্যু কমিয়ে এসডিজি অর্জন করবো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘যেসব নবজাতক সময়ের আগে  জন্ম গ্রহণ করে বা বিভিন্ন রোগ ও অল্প ওজন নিয়ে জন্ম নেয় তাদের জন্য বিশেষ একটি ব্যবস্থা লাগে। আর সেই ব্যবস্থাই হলো নবজাতক শিশুর বিশেষ সেবা ইউনিট (স্ক্যানু)। স্ক্যানুতে শিশুকে রাখা হয় এবং প্রয়োজনীয়তা অনুযায়ী শিশুর চিকিৎসা নিশ্চিত করা হয়। এর ফলে শিশুর জীবন রক্ষা পায়। আমরা শিশু মৃত্যু কমিয়ে এসডিজি অর্জন করবো।’

শনিবার (১৩ আগষ্ট) দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের পুরাতন ভবনে  নবজাতক শিশুর বিশেষ সেবা ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী  বলেন, ‘দেশে প্রতি হাজারে প্রায় ৩২ জন শিশুর মৃত্যু হয়। আমাদের এসডিজিতে আসতে হলে শিশু মৃত্যু ১২তে নামাতে হবে। সেই লক্ষ্যে মানিকগঞ্জে নবজাতক শিশুর বিশেষ সেবা ইউনিট (স্ক্যানু) স্থাপন করা হয়েছে।’

স্ক্যানুর বিষয়ে স্বাস্থমন্ত্রী বলেন, ইতোমধ্যে ৫০টি হাসপাতালে স্ক্যানু স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলা হাসপাতালে স্ক্যানু স্থাপন করা হবে। যার মাধ্যমে শিশু মৃত্যুর হার কমে যাবে এবং এসডিজি অর্জন করতে পারবো আমরা।’

এসময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (এসমসিটিব) অধ্যাপক ডা. শাকিল আহম্মেদ, মানিকগঞ্জের কর্ণেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন ও সিভিল সার্জন মোয়োজ্জেম আলী খাঁন চৌধুরী প্রমুখ  উপস্থিত ছিলেন।

চন্দন/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়