ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘দেশের মানুষ বেহেশতে আছে’ বক্তব্যের ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৪, ১৩ আগস্ট ২০২২   আপডেট: ২১:০৬, ১৩ আগস্ট ২০২২
‘দেশের মানুষ বেহেশতে আছে’ বক্তব্যের ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

‘বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেহেশতে আছে’—পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এই মন্তব্য সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর আলোচনা-সমালোচনা শুরু হয়।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে সিলেটে জেলা পরিষদের আয়োজনে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সামনে নিজের ওই মন্তব্যের ব্যাখ্যা দেন তিনি।

মন্ত্রী বলেন, ‘আমি বলেছি, অন্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি এবং তাদের তুলনায় আমরা বেহেশতে আছি, এই কথা বলেছিলাম। কিন্তু আপনারা (সাংবাদিকরা) এক্কেবারে উল্টা!’

আব্দুল মোমেন বলেন, ‘বেহেশতের কথা আমি বলেছি, কম্পারেটিভ টু আদার কান্ট্রি। আপনারা সব জায়গায় লিখেছেন ‘বেহেশত বলেছেন’, মানে বক্তব্য টুইস্ট করা হয়েছে। বলেন নাই যে আমাদের মূল্যস্ফীতি অন্য দেশের তুলনায় কম। ইংল্যান্ডে মুদ্রাস্ফীতি ১২ ভাগ, টার্কিতে ৬৭, পাকিস্তানে ৩৭, শ্রীলঙ্কায় ১৫০ আর আমাদের ৭ ভাগ। সেই দিক দিয়ে আমরা ভালো আছি।’

এ সময় প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তিনি বলেন, ‘ভারত সরকারের আমন্ত্রণে আগামী মাসের ৪ থেকে ৫ তারিখ প্রধানমন্ত্রী ভারত যাবেন। সেই সফরে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়গুলো প্রাধান্য পাবে। সেখানে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।’

বাংলাদেশ-ভারতের যৌথ নদীগুলো খননের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১০ থেকে ১২ বছর বিরতির পর চলতি মাসের শেষের দিকে যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক অনুষ্ঠিত হবে।’

সেই বৈঠকে ৬টি নদীর বিষয়ে সিদ্ধান্ত হবে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের সবগুলো নৌপথ আগের মতো সচল করার বিষয়ে আলোচনা হবে।’

এর আগে, গতকাল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পে ভূমি অধিগ্রহণবিষয়ক এক মতবিনিময় সভা শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছিলেন, ‘বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ ভালো আছে। আমরা সুখে আছি, বেহেশতে আছি। বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, একটি পক্ষ এমন প্যানিক ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করছে। এটার কোনো ভিত্তি নেই।’

আরও পড়ুন: দেশের মানুষ বেহেশতে আছে: পররাষ্ট্রমন্ত্রী

নূর আহমদ/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়