ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জোয়ারে তলিয়ে গেছে নিঝুম দ্বীপ, দুর্ভোগে ৩০ হাজার বাসিন্দা

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ১৪ আগস্ট ২০২২  
জোয়ারে তলিয়ে গেছে নিঝুম দ্বীপ, দুর্ভোগে ৩০ হাজার বাসিন্দা

বঙ্গোপসাগরে বিদ্যমান লঘুচাপ ও দক্ষিণাঞ্চলের ওপর সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন ইউনিয়নটির ৩০ হাজার মানুষ। 

এদিকে গত কয়েকদিনের অস্বাভাবিক জোয়ারের পানিতে দ্বীপ এলাকাটি তলিয়ে থাকায় যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি আমন ধানের ক্ষেতের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা জানান,দ্বীপের বন্দর কিল্লা, নামার বাজার, ইসলাম পুর ও মোল্লাসহ সবগুলো এলাকা প্লাবিত হয়েছে। মানুষজন ঘর থেকে বের হতে পারছেন না। পানিতে ভেসে গেছে গবাদিপশুর খাদ্য ও মাছের ঘের। তলিয়ে গেছে শাকসবজিসহ নানা ফসলি জমি।

স্থানীয় বাসিন্দা জহির বলেন, ‘জোয়ারে মাছের ঘের ভেসে গেছে। আমন ধানের ক্ষেত তলিয়ে গেছে। যদি বেড়িবাঁধ থাকতো তাহলে এতটা দুর্ভোগ পোহাতে হতো না। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।’ 

নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বলেন, ‘এই ইউনিয়নটি সাগরের কাছে হলেও নেই কোনো বেড়িবাঁধ। যার ফলে জোয়ারের সময় চারদিক দিয়ে একসঙ্গে এই ইউনিয়নে পানি প্রবেশ করতে শুরু করে। সবাই পানিবন্দি হয়ে আছি। নিঝুম দ্বীপের বাসিন্দা ও সম্পদ বাঁচাতে বেড়িবাঁধ নির্মাণ করা খুবই জরুরি।’ 

নোয়াখালী জেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. নুরুল আলম বলেন, নিঝুম দ্বীপসহ হাতিয়ার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল পূর্ণিমা তিথির প্রভাবে  প্লাবিত হয়েছে। এতে স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৬ ফুট উচ্চতায় পানি উঠেছে। আশাকরি দুই একদিনের মধ্যে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে।’

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম হোসেন বলেন, ‘উপজেলা প্রশাসন খোঁজ রাখছে, কোথাও কোনো ক্ষতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

মওলা সুজন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়