ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবাকে মারধর করে তাড়িয়ে দিল ছেলেরা

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ১৬ আগস্ট ২০২২  
বাবাকে মারধর করে তাড়িয়ে দিল ছেলেরা

ভুক্তভোগী আবু বক্কার সিদ্দিক

বয়স হয়ে যাওয়ায় আয় রোজগার করতে না পেরে নিজের সন্তানদের কাছে ভরণপোষণ চান বাবা আবু বক্কার সিদ্দিক (৫২)। কিন্তু তার তিন ছেলে বাবাকে দেখভালের দায়িত্ব না নিয়ে উল্টো মারধরের পর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে এ ঘটনায় বিচার চেয়ে থানায় সন্তানদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। 

এর আগে সোমবার (১৫ আগস্ট) পাবনার চাটমোহর উপজেলার পূর্বটিয়ারতলা গ্রামে এ ঘটনা ঘটে।

থানায় দেওয়া লিখিত অভিযোগ থেকে জানান গেছে, অন্যের জমিতে কৃষিকাজ করে তিন ছেলে নাজিম উদ্দিন (৩৫), আজিম উদ্দিন (৩২) ও আব্দুল আলীমকে (২৫) বড় করেন আবু বক্কার। বিয়ের পর থেকে ছেলেরা আলাদা সংসার করছেন। কিন্তু তাদের কেউই বাবার ভরণপোষণ দেন না। খুব কষ্টে অন্যের সহযোগিতা ও নিজে শ্রমিক হিসেবে কাজ করে নিজের খরচ চালাচ্ছিলেন আবু বক্কার। সন্তানদের ভরণপোষণের কথা বললে তারা কয়েকবার আবু বক্কারকে শারীরিক নির্যাতন করেন। 

গত সোমবার দুপুরে আবারও তিন ছেলেকে ভরণপোষণ চালানোর কথা বললে তারা তাদের বাবাকে জানায়, ছেলেরা বাবার কোনো ভরণপোষণের দায়িত্ব নিতে পারবে না। এর প্রতিবাদ করলে তিন ছেলে মিলে আবু বক্কারকে মারধর করেন এবং বাড়ি থেকে তাড়িয়ে দেন। পরে আবু বক্কার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

ভুক্তভোগী বাবা বলেন, ‘বয়স হয়ে গেছে। এখন কি আর শরীরে এত জোড় আছে কামাই করে খাবো। ছেলেদের কাছে তাই ভরণপোষণ চেয়েছি। আর তার জন্য এভাবে ওরা আমাকে মারবে? আমার বাড়ি থেকে আমাকেই বের করে দেবে, এটা মেনে নিতে পারবো না। আমি এর বিচার চাই।’

মুলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল বলেন, ‘ঘটনাটি আমাকে কেউ জানায়নি। তবে, আমি চাই যে সন্তানরা তাদের বাবাকে ভরণপোষণ দিতে পারে না, তাদের শাস্তি হোক।’

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হবে। সত্যতা পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শাহীন/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়