ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

একই স্থানে বিএনপি-আওয়ামী লীগের সমাবেশ, নিষেধাজ্ঞা জারি

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ১৮ আগস্ট ২০২২   আপডেট: ১৬:২১, ১৮ আগস্ট ২০২২
একই স্থানে বিএনপি-আওয়ামী লীগের সমাবেশ, নিষেধাজ্ঞা জারি

খুলনায় একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ সভা ডাকায় সেখানে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে বয়রা বাজারে সভার ডাক দিয়েছিল দুই দল।

নগর বিএনপির আহ্বায়ক এডভোকেট শফিকুল আলম মনা বলেন, ‘১৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বয়রা বাজারে কর্মীসভার আয়োজন করা হয়। পরে জানতে পারলাম একই স্থানে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে।’

তিনি আরও বলেন, ‘সোনাডাঙ্গা থানা পুলিশ ওয়ার্ড বিএনপি নেতাদের সেখানে সভা করতে নিষেধ করেছে। পরবর্তীতে সহিংসতা এড়ানোর জন্য কর্মীসভা বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার সোনাডাঙ্গা থানার উদ্যোগে বয়রা বাজারে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। যথাসময়ে আমরা সভাস্থলে উপস্থিত হবো। পুলিশ যদি সেখানে সভা করতে না দেয়, তাহলে ফিরে আসব।’

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একই স্থানে সভা হলে শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। এ জন্য উভয় দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে একই স্থানে সভা না করার জন্য অনুরোধ করা হয়েছে।’

নূরুজ্জামান/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়