ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মুজিবনগরে কাঁটাতারে গিয়ে আটক রাসেলকে ফেরত দিয়েছে বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ১৯ আগস্ট ২০২২   আপডেট: ১০:১০, ১৯ আগস্ট ২০২২
মুজিবনগরে কাঁটাতারে গিয়ে আটক রাসেলকে ফেরত দিয়েছে বিএসএফ

ভারতীয় কাঁটাতারের বেড়া

মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর বেড়াতে এসে স্বাধীনতা সড়ক হয়ে ভারতের নোম্যানস্ ল্যান্ড পেরিয়ে কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে বাংলাদেশের রাসেলকে (১৮) আটক করে বিএসএফ। 

রাসেল কুষ্টিয়া জেলা শহরের বটতলা এলাকার জামাল উদ্দিনের ছেলে। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে বিএসএফ’র হাতে আটক হওয়ার ৬ ঘণ্টা পর দুই দেশের মধ্যে পতাকা বৈঠক শেষে রাসেলকে বিজিবি’র কাছে হস্তান্তর করে বিএসএফ। 

মুজিবনগর কোম্পানির সদর সুবেদার সহিদুল ইসলাম জানান- দুপুর ১২টা ৪০ মিনিটের সময় মুজিবনগর স্বাধীনতা সড়কে বাঁধা বাঁশ পার হয়ে সোজা কাঁটাতারের বেড়ার গেটে গিয়ে দাঁড়ায় রাসেল। এসময় ভারতীয় বিএসএফ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। খবর পেয়ে ভারতীয় বর্ডার গার্ডকে (বিএসএফ) পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হয়। অবশেষে সন্ধ্যা সাড়ে ৬ টায় পতাকা বৈঠক শেষে বিএসএফ রাসেলকে বিজিবি’র কাছে হস্তান্তর করে। 

এসময় বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন মুজিবনগর কোম্পানির সদরের সুবেদার সহিদুল ইসলাম ও বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার চাপড়া থানার হৃদয়পুর ক্যাম্পের ইন্সপেক্টর সন্তোষ কুমার ঠাকুর।

রাতে মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান- বিজিবি রাসেলকে থানায় হস্তান্তর করেছে।

মহাসিন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়