ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চট্টগ্রামে টিসিবি পণ্য খোলা বাজারে বিক্রি, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ২১ আগস্ট ২০২২  
চট্টগ্রামে টিসিবি পণ্য খোলা বাজারে বিক্রি, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আমিন জুটমিল এলাকায় টিসিবির পণ্য বেশি দামে খোলা বাজারে বিক্রির অপরাধে আব্দুল আজিজ সুমন (৩৫) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

এসময় তার গোডাউনে অভিযান চালিয়ে টিসিবি’র লোগোযুক্ত ৩৯৮ লিটার সয়াবিন তেল, ২০০ কেজি মসুর ডাল এবং ২৫০ কেজি চিনি জব্দ করা হয়।

রোববার (২১ আগস্ট) দুপুরে এতথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

র‌্যাব জানায়, টিসিবির ডিলারের কাছ থেকে দীর্ঘদিন পণ্য সংগ্রহ করে খোলা বাজারে বিক্রি করে আসছিলেন সুমন। নিম্ন আয়ের মানুষের জন্য সরকার কর্তৃক ভর্তুকি মূল্যে টিসিবির সয়াবিন তেল ১১০ টাকা, ডাল ৬৫ টাকা এবং চিনি ৫৫ টাকায় খোলা বাজারে বিক্রির কথা। কিন্তু তা না করে এসব পণ্য মজুত করে টিসিবির মোড়ক পরিবর্তন করে নিয়মিত দামে এসব পণ্য বিক্রি করছিলেন সুমন। এসব পণ্য সুমন সংগ্রহ করতো টিসিবি'র ডিলার মো. বাবু (৩৫) কাছ থেকে। 

র‌্যাব আরো জানায়, সুমন জানিয়েছে, বাবুর কাছ থেকে টিসিবির পণ্য সংগ্রহের পর সেগুলো গোডাউনে মজুত করতেন তিনি। পরে টিসিবি’র লোগো সম্বলিত তেল অন্য বোতলে ঢেলে বাজারে বিক্রি করা হতো। একইভাবে চিনি ও ডাল প্যাজেটজাত করে বিক্রি করতেন তারা। গ্রেপ্তারের পর সুমনকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়