ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

যশোরে বিএনপি নেতার বাড়ি, কার্যালয় হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ২৮ আগস্ট ২০২২  
যশোরে বিএনপি নেতার বাড়ি, কার্যালয় হামলা-ভাঙচুর

যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে শনিবার (২৭ আগস্ট) বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ কেন্দ্র করে আজ রোববার (২৮ আগস্ট) ফের বিএনপি নেতার গাড়ি, বাড়ি ও দলীয় কার্যালয় হামলা হয়েছে। 

জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কয়েক দিন ধরে আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছে বিএনপি। শনিবার যশোর সদর উপজেলা রূপদিয়ায় সমাবেশ থেকে মিছিল নিয়ে বের হলে তাতে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

ওই ঘটনার জের ধরে শনিবার রাত থেকে সকাল পর্যন্ত রূপদিয়া ও আশপাশের এলাকার বিএনপি নেতাদের বাড়িতে হামলা চালায় করা হয়। এর প্রতিবাদে আজ বিকেল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলনের ডাক দেয় জেলা বিএনপি। এর আগেই বিকেল ৪টায় আদালত থেকে ফেরার পথে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের গাড়িতে হামলা চালায় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। 

এ ছাড়া যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা যশোর শহরের বিভিন্ন স্থানে এবং প্রেস ক্লাবের সামনে সশস্ত্র অবস্থান নেয়। উদ্ভূত পরিস্থিতির কারণে বিএনপির সংবাদ সম্মেলন স্থগিত করলে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে হামলা চালায়। এ সময় ৩ রাউন্ড গুলির শব্দ শোনা যায় এবং অমিতের বাড়ির ভিতরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।  

পরে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা শহরের লালদীঘি পাড়স্থ জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আমি যখন আদালত থেকে ফিরছিলাম, তখন শহরের দড়াটানায় উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, পৌর কাউন্সিলর রাজিবুল ও টাক মিলনের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা আমার গাড়িতে হামলা চালায়। চালকের বুদ্ধিমত্তায় কোনোরকমে প্রাণে রক্ষা পেয়েছি। বাড়ি ফিরে আসলে ঘণ্টাখানেক পর আবার বাড়িতে হামলা চালানো হয়। তারা পুলিশের ছত্রছায়ায় এই হামলার ঘটনা ঘটিয়েছে। এই হামলায় দুটি প্রাইভেট ও তিনটি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। পুলিশকে জানানো হলেও ঘটনা শেষ হওয়ার পরেই পুলিশ এসে ঘুরে গেছে। এ সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘বাড়িতে হামলার আগে ছাত্রলীগ যুবলীগের একটি গ্রুপ বিএনপি দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ছাড়া তারা শহরের বিভিন্ন স্থানে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছে এবং গোটা শহরে ত্রাস কায়েম করেছে।’ 

এ বিষয়ে জানতে চাইলে যশোর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল বলেন, ‘বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত ও তার নেতাকর্মীরা কয়েকদিন ধরে অডিয়াটে গিয়ে সমাবেশের নামে হামলা ভাঙচুর চালিয়েছে। এর প্রতিবাদে আজ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসার চেষ্টা করলে অমিত ও তার লোকজন হামলা করে। আমরা কেবল তাদের প্রতিহত করেছি। শহরের বেশ কয়েকটি জায়গায় এভাবে প্রতিহত করা হয়েছে। আমাদের দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তারা কটূক্তি করছে। এ জন্য তাদের আমরা আগামীতেও প্রতিহত করবো।’ 

রিটন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়