ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সৈকতে ভেসে এলো মৃত তিমি 

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ৩ সেপ্টেম্বর ২০২২  
সৈকতে ভেসে এলো মৃত তিমি 

বেলিন প্রজাতির তিমিটি মারা যাওয়ার পর জোয়ারের পানিতে সৈকতে ভেসে এসেছে।

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে বিশালাকৃতির একটি মৃত বেলিন প্রজাতির তিমি। এটির দৈর্ঘ্য ৩০ ফুট ও প্রস্থ ৬ ফুট। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে জোয়ারের পানিতে সৈকতের ঝাউ বাগান পয়েন্টে প্রাণীটি ভেসে আসে।

স্থানীয় বাসিন্দারা জানান, তিমিটি কয়েকদিন আগে মারা গেছে। এটির শরীর পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। 

আরো পড়ুন:

ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু বলেন, ‘সকালে সৈকতে এক মোটরসাইকেল চালক মৃত তিমিটি দেখে আমাদের খবর দেন। পরে আমরা ঘটনাস্থলে পৌছে বন বিভাগকে অবহিত করি। মৃত তিমিটি দেখতে অনেকটা দৈত্যাকৃতির। তবে ঠিক কি কারণে তিমিটি মারা গেছে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না।’ 

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘২০১৮ সালে সৈকতে বড় আরও একটি তিমি ভেসে এসেছিলো। সৈকতে প্রায় মৃত ডলফিন ও তিমি ভেসে আসে। এসব প্রাণীর কি কারণে মৃত্যু হচ্ছে সে রহস্য উন্মোচন করা দরকার।’ 
ওয়ার্ল্ডফিসের জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘এটি একটি বেলিন প্রজাতির তিমি। স্থনপায়ী এসব প্রানী মূলত গভীর সাগরের ঠান্ডা জলে থাকতে পছন্দ করে। ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। তারা এটির কঙ্কাল সংগ্রহ করবে বলে জানিয়েছে। আমরা তিমিটির নমুনা সংগ্রহ করেছি।’ 

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘ঘটনাস্থলে বন কর্মীদের পাঠানো হয়েছে। এটির নমুনা সংগ্রহ করে মাটিচাপা দেওয়া হবে।’ 

ইমরান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়