ঢাকা     বৃহস্পতিবার   ৩০ নভেম্বর ২০২৩ ||  অগ্রহায়ণ ১৫ ১৪৩০

ধর্ষণ মামলায় পুঠিয়ার মেয়র গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ৭ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৪:৪৯, ৭ সেপ্টেম্বর ২০২২
ধর্ষণ মামলায় পুঠিয়ার মেয়র গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত পৌর মেয়র আল মামুন

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পৌর মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুনকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশ।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বরগুনা সদরের হেউলিবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, রোববার (৪ সেপ্টেম্বর) রাজশাহীর পুটিয়ার পৌর মেয়র আল মামুনকে আসামি করে ধর্ষণ মামলা করেন এক নারী। ঘটনার পর থেকে মেয়র আল মামুন পলাতক ছিলেন। পুঠিয়া থানা থেকে প্রাপ্ত তথ্যেন ভিত্তিতে সকালে হেউলিবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে মেয়র আল মামুনকে গ্রেপ্তার করা হয়। 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ রাইজিংবিডিকে বলেন, আইনী প্রক্রিয়ায় পুঠিয়া পুলিশের কাছে গ্রেপ্তারকৃত আসামিকে হস্তান্তর করা হবে।’

ইমরান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়