ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মমেক হাসপাতালে ১২ ডেঙ্গু রোগী 

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ৭ সেপ্টেম্বর ২০২২  
মমেক হাসপাতালে ১২ ডেঙ্গু রোগী 

ময়মনসিংহ মেডিক্যালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের বিভিন্ন ওয়ার্ডে ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পার্সন কায়সার হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

কায়সার হাসান খান বলেন, ‘মমেকে বর্তমানে ১২ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের মধ্যে ১০ জন পুরুষ, একজন শিশু ও একজন নারী আছেন।’

হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডের ডেঙ্গু আক্রান্ত রোগী সৌরভ হাসান বলেন, ‘আমি ঢাকার কেরানীগঞ্জের একটি মসজিদে খাদেমের কাজ করি। সেখানে হঠাৎ মাথা ব্যথা ও জর হয়। পরীক্ষা নিরীক্ষা করা হলে ডেঙ্গু শনাক্ত হয়। পরে সেখান থেকে এসে গত রোববার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছি। এখন আগের চাইতে অনেকটা সুস্থ আছি।’ 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম কিবরিয়া বলেন, ‘হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। বর্তমানে হাসপাতালে ১২ জন রোগী ভর্তি আছেন। রোগীর সংখ্যা আরও বাড়লে আলাদা একটি ইউনিট করা হবে। যেখানে শুধু ডেঙ্গু আক্রান্ত রোগীদেরই চিকিৎসা দেওয়া হবে।’

মিলন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়