ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রাইজিংবিডির সংবাদের পরদিনই দখলমুক্ত স্কুলের রুম 

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৪, ১৬ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ০৯:৫৭, ১৬ সেপ্টেম্বর ২০২২
রাইজিংবিডির সংবাদের পরদিনই দখলমুক্ত স্কুলের রুম 

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দক্ষিণ সিন্দুরনা প্রাথমিক বিদ্যালয়ের তিনটি শ্রেণি কক্ষের একটি শিক্ষকরা ব্যবহার করছিলেন। অন্যটি দখলে রেখে তাতে মালামাল রেখেছিলেন বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার।

বাকী থাকা অন্য রুমটিতেই চলতো সব শ্রেণির পাঠদান।

এ নিয়ে ‘মাঠেই চলছে ক্লাস’ শিরোনামে সংবাদ প্রকাশ করে রাইজিংবিডি ডটকম। খবর প্রকাশের পরদিনই স্কুলটির সেই রুমের দরজা ভেঙে দখলমুক্ত করে উপজেলা প্রশাসন। গত চার বছরের সব ঘটনা নিয়ে তদন্তেরও আশ্বাস দেওয়া হয়।

ঠিকাদার ও উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হামিদের সমস্ত মালামাল সরিয়ে ফেলেন তার লোকজন।

হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী নজীর হোসেন বলেন, আমরা স্বুলটির বিষয়ে খবর পাই। তারপরই শিক্ষা অফিসারসহ আমরা স্কুলটির রুম খালি করার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেই। ওই স্কুলের প্রধান শিক্ষক কেনো এতদিন আমাদেরকে জানায়নি। তারা রুম দখলের বিষয়টি কেনো গোপন রেখেছে। সব কিছু খতিয়ে দেখা হচ্ছে।

মাঠেই চলছে ক্লাস

ফারুক/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়