ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিশ্বকর্মা পূজা: বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ১৭ সেপ্টেম্বর ২০২২  
বিশ্বকর্মা পূজা: বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বিশ্বকর্মা পূজা উপলক্ষে শনিবার (১৭ সেপ্টেম্বর) ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশের বেনাপোল বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক আছে। 

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্তিক চক্রবর্তী এতথ্য নিশ্চিত করেছেন। 

কার্তিক চক্রবর্তী জানান, শনিবার ভারতে বিশ্বকর্মা পূজার সরকারি ছুটি। এ কারণে শ্রমিকরা বন্দরে পণ্য লোড আনলোডিং না করায় পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণরুপে বন্ধ রয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক আব্দুল জলিল বলেন, পূজার কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দরের অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক আছে। 

রিটন/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়