ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

মুহিবুল্লাহ হত্যা মামলার অন্যতম আসামির কারাগারে মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ১৮ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১১:৪৯, ১৮ সেপ্টেম্বর ২০২২
মুহিবুল্লাহ হত্যা মামলার অন্যতম আসামির কারাগারে মৃত্যু 

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিবুল্লাহকে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামি মৌলভী জাকারিয়া (৫৩) চট্টগ্রাম কারাগারে মারা গেছেন। 

রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে চট্টগ্রাম কারাগারের প্রশাসনিক কর্মকর্তা (মিডিয়া সেল)  দেওয়ান মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৌলভী জাকারিয়া উখিয়ার কুতুপাংয়ের ক্যাম্প-১ ইস্টের মৃত আব্দুল করিমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন।

কক্সবাজার কারাগারের জেল সুপার কামাল উদ্দিন বলেন, 'মুহিবুল্লাহ হত্যা মামলার ১৪ নম্বর আসামি জাকারিয়া। তাকে কিছুদিন আগে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়।'

চট্টগ্রাম কারাগারের দায়িত্বরত কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ বলেন, 'শুক্রবার দিবাগত রাতে কারাগারে চিকিৎসাধীন অবস্থায় জাকারিয়ার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। তাকে কয়েকদিন আগে চট্টগ্রাম কারাগারে আনা হয়।' 

চলতি মাসের ১১ তারিখ মুহিবুল্লাহ হত্যা মামলার আসামিদের বিচার শুরু হয়েছে। এর আগে ১৩ জুন ২৯ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে পুলিশ।

তারেকুর/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়